ড্রেস কিরণমালা
Jubayer Hosen Jr.
বউ জেদ ধরছে কিনবে ঈদে কিরণমালা,
ড্রেসের নাম শুনে আমার,নষ্ট হল মাথা।
দোকানে গিয়ে দেখি মূল গেটে তালা,
বউ তো নিতে বলছে ড্রেস কিরণমালা ।
কয়েকটা দোকন দেখে ড্রেস পাওয়া গেল
দামটা শুনে আমার মাথাই ঘুরে গেল ।
পকেটে নেই আমার,ড্রেসটা কেনার টাকা
এই জন্য চলে এলাম হাতটা করে ফাঁকা ।
বাসায় ডুকতেই কান করেছে ঝালাফালা,
বলে সে আনছো কিনে ড্রেস কিরণমালা।
আমি বললাম এই ড্রেসের কথা দেও বাদ
বউ বলে খাবনা আমি তোর ঘরের ভাত !
চলে গেল সে ঘর ছেড়ে অন্যের হাতধরে,
সামান্য ড্রেসের জন্য আমি,রইলাম একা পড়ে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন